মাজহারুল ইসলাম রাসেল
নরসিংদীর পাঠকদের চাহিদা পূরণে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং বস্তুনিষ্ঠু সংবাদ প্রচারের মধ্য দিয়ে ইতোমধ্যে ২৭ বছর পার করে ২৮ শে পা রাখল জেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘খোরাক’ পত্রিকাটি। পাঠক জনপ্রিয় পত্রিকাটির ২৭ তম বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে মাধবদীস্থ কফি এন ক্যাফে রেস্তোরাঁয় এক আলোচনা সভা ও কেক কাটা হয়।
পত্রিকাটির ২৭তম বর্ষপূর্তি অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সাপ্তাহিক ‘খোরাক’ পত্রিকার পক্ষ থেকে ৩ জন সাংবাদিককে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়।
সাপ্তাহিক ‘খোরাক’র সম্পাদক মন্ডলীর সভাপতি আলহাজ্ব মোস্তফা আজিজুল করিম’র সভাপতিত্বে বর্ষপূর্তি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পত্রিকাটির সম্পাদক এমদাদুল ইসলাম খোকন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাপ্তাহিক ‘খোরাক’র প্রধান সম্পাদক অধ্যাপক শেখ সাদী।
পত্রিকার নির্বাহী সম্পাদক কবি ফজলুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ব্যাবস্থাপনা সম্পাদক সেলিম মিয়া, বীর মুক্তিযোদ্ধা লস্কর আলী মিয়া, সাংবাদিক ওবায়দুর রহমান, উপদেষ্টা আল-আমীন রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন, নরসিংদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক বাবু হলধর দাস, সাংবাদিক ফাহিমা খানম ও সাংবাদিক নাসিম আজাদসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পদক প্রাপ্ত সাংবাদিকরা হলেন, নরসিংদী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক এ কে ফজলুল হক, মাধবদী প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী।
অনুষ্ঠানের শেষে ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে একটি কেক কেটে উপস্থিত সবাকে খাইয়ে দেওয়া হয়।