আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদীতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ​আলোচনা সভা ও দোয়া

খাসখবর প্রতিবেদক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নরসিংদীর পাঁচদোনায় আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ আগষ্ট) সন্ধায় নরসিংদী সদর উপজেলার পাঁচদোনার মোড়ে মাধবদী থানা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

মাধবদী থানা আওয়ামীলীগের আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ (পলাশ) সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলিপ।

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরদাজা মোহাম্মদ আলী, পলাশ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শরিফুল হক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন (আনোয়ার কমিশনার), মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান মাহাবুবুর হাসান, পাঁচদোনা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তরা বলেন, ১৫ আগস্ট ও ২১ আগষ্ট থেকে আমাদের শিক্ষা নিতে হবে।
যারা বঙ্গবন্ধুর সোনার বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদেরকে যার যার অবস্থান থেকে কাজ করে দেশকে উন্নয়নের পথে আরও এগিয়ে নিতে হবে।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল শহীদদের জন্য দোয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ