নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি'র পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক নুরুল ইসলাম নূরচানের 'সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সমালোচনা' শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে শিবপুর প্রেসক্লাব মিলনায়তনে সাহিত্য সন্ধানে শিবপুর উপজেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাইস্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আবুল হারিস রিকাবদার।
সাহিত্যের সন্ধানে শিবপুর উপজেলা কমিটি সভাপতি কবি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভার উদ্বোধন করেন শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সাহিত্যের সন্ধানে সংগঠনের প্রতিষ্ঠাতা আসাদ সরকার। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আবদুল মান্নান ভূঁইয়া কলেজের সহকারী অধ্যাপক ও সাহিত্যের সন্ধানে নরসিংদী জেলা কমিটির উপদেষ্টা খাদেম রসুল সরকার এবং সাহিত্যের সন্ধানে, নরসিংদী জেলা কমিটি উপদেষ্টা মঈনুল ইসলাম মিরু।
সাহিত্যের সন্ধানে শিবপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সায়েম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. ইকবাল হোসেন, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ, সাবেক সভাপতি এস এম খোরশেদ আলম, সাহিত্যের সন্ধানে নরসিংদী জেলা কমিটির উপদেষ্টা কবি ও লেখক এড. মাহবুব আলম লিটন, সাহিত্যের সন্ধানে নরসিংদী জেলা কমিটির সাধারণ সম্পাদক ইমদাদুল হক খোকন সদস্য কবি ও গল্পকার মিলন বাশার ও শিবপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক রবিউল হাসান। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন কবি, সাহিত্যিক, লেখক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
জানা যায়, কবি সাহিত্যিক ও লেখক নূরুল ইসলাম নূরচান পেশায় একজন সাংবাদিক। তিনি সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যকর্মে নিজেকে নিয়োজিত রেখেছেন। তার লেখার মূল উপজীব্য বিষয় হলো, মুক্তিযুদ্ধের চেতনা, সমাজের অবহেলিত মানুষের কথা। এছাড়াও তার রচিত কবিতায় সমসাময়িক বিষয়গুলো উঠে আসে। কবিতায় উঠে আসে প্রেম ও দ্রোহের কথা, পাশাপাশি উঠে আসে খেটে খাওয়া মানুষের দুঃখ দুর্দশার কথা।
তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা আটটি। এর মধ্যে ‘বাইশে মাঘ’ গল্পগ্রন্থের জন্য ২০১০ সালে কবি খান মোহাম্মদ মঈন উদ্দীন ও বাংলাদেশ কবি সংসদ কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হন।
নূরুল ইসলাম নূরচান ১৯৭৪ সালের ১ জানুয়ারি নরসিংদী জেলার শিবপুর উপজেলাধীন পেতিপলাশী গ্রামে কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো.সামসুউদ্দিন, মাতার নাম : মরিয়ম বেগম। তাঁরা উভয়েই পরলোক গমন করেছেন। তিন বোন এবং পাঁচ ভাইয়ের মধ্যে লেখক পঞ্চম।অনেক আগে থেকে তার লেখালেখি শুরু হলেও ১৯৯৭ সালের একুশে গ্রন্থ মেলায় ‘এরই নাম জীবন’ নামে উপন্যাস প্রকাশের মধ্যদিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন।অতঃপর দৈনিক ইনকিলাব, জনকণ্ঠ, ভোরের ডাক, দিনকাল, দেশবাংলাসহ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় তার লেখা বেশ কিছু গল্প প্রকাশিত হয়। এ সময় পরিচয় হয় জাতীয় পর্যায়ের বেশ কিছু লেখকের সাথে।তিনি সাংবাদিকতার পেশার সাথে জড়িত দীর্ঘদিন যাবত। সাংবাদিক হিসেবে নুরুল ইসলাম নুরচান অনলাইন ভিত্তিক জাগো নরসিংদী ২৪ এর সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি দৈনিক ইনকিলাব, ভোরের ডাক এ দুটি জাতীয় পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বে আছেন। সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে তিনি বর্তমানে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সমন্বয়কের দায়িত্বে পালন করছেন । এছাড়া নরসিংদীর শিবপুর প্রেসক্লাবের দুই দুইবার সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে তিনি শিবপুর সাহিত্য পরিষদের সভাপতির দায়িত্বে আছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ কবির হোসেন
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. শাহাদাৎ হোসেন রাজু
নির্বাহী সম্পাদক: আব্দুল জলিল মিঞা
অফিস: নরসিংদী সদর, নরসিংদী -১৬০০। মোবাইল: 01927365276, 01884786055
ই-মেইল: Khaskhabor.narsingdi@gmail.com
Copyright © 2026 Narsingdir Khas Khabor. All rights reserved.