নরসিংদী প্রতিনিধি
শিবপুরে পুটিয়া ইউনিয়ন পরিষদের ৪টি উন্নয়ন মূলক নির্মাণ কাজের শুভ উদ্বোধনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঐ সকল উন্নয়ন কাজের বৃত্তিপ্রস্তরসহ ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক, নরসিংদী মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
উন্নয়ন কাজগুলোর মধ্যে ছিলো- ইউনিয়ন পরিষদে আসা সেবা গ্রহীতাদের বিশ্রামের জন্য সেট নির্মাণ নামাজ আদায়ের জন্য নামাজঘর, একটি শ্মশানঘাট এবং আরসিসি ঢালাই প্রায় সাড়ে ১১ শ' ফুট পাকা সড়ক। এ সময় প্রধান অতিথি চারটি উন্নয়ন কাজের তিনটি নাম ফলক উন্মোচন করেন। এরমধ্যে সেট ও নামাজ ঘর এই দুটির উন্নয়ন কাজ একটি নাম ফলকে করা হয়।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে এবং পুটিয়া ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো. আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও স্বাগত বক্তব্য রাখেন পুটিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন সরকার। এসময় পুটিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপির মহিলা সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
উন্নয়ন কাজগুলোর উদ্বোধন শেষে ইউনিয়নের পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়কে ৬ জোড়া করে বেঞ্চ প্রদান করা হয়। সেই সাথে ৫০ জন শিক্ষার্থীর মাঝে বৃষ্টির দিনে বিদ্যালয়ে আসা-যাওয়ার সুবিধার্থে রেইনকোর্ট প্রদান করা হয়। এছাড়াও প্রচন্ড এই গরমে শিক্ষার্থীরা রেহাই পেতে চারটি প্রাথমিক বিদ্যালয় ২৫ টি সিলিং ফ্যান এবং তিনটি প্রাথমিক বিদ্যালয়কে ২৫ টি চেয়ার প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ কবির হোসেন
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. শাহাদাৎ হোসেন রাজু
নির্বাহী সম্পাদক: আব্দুল জলিল মিঞা
অফিস: নরসিংদী সদর, নরসিংদী -১৬০০। মোবাইল: 01927365276, 01884786055
ই-মেইল: Khaskhabor.narsingdi@gmail.com
Copyright © 2025 Narsingdir Khas Khabor. All rights reserved.