নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে ২০২৪'র জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ পলাশের ইমন হোসেনের বাড়ির খড়ের গাদায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচরপাড়া গ্রামে এ ঘটনা ঘটায়। এসময় আশে পাশের আরও দুটি বাড়ির খড়ের গাদায়ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
অগ্নিসংযোগের খবরে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন। পরিদর্শনকালে এলাকায় নিরাপত্তা জোরদারে করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার রাত সাড়ে দশটার দিকে দুর্বৃত্তরা প্রথমে হিরন মিয়ার বাড়ির খড়ের গাদায় অগ্নিসংযোগ করে। পরে শহীদ ইমন ও মনা মুন্সির বাড়ির খড়ের গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় মসজিদের মাইকে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী একত্রিত হয়ে নিজেদের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। পর পর তিনটি পৃথক স্থানে অগ্নিসংযোগের ঘটনায় চরম আতঙ্কের এবং উৎকণ্ঠার মধ্যে রাত্রি যাপন করেন এলাকাবাসী।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ আল মামুন জানান, অগ্নিসংযোগের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শহীদ ইমনের পরিবারের সদস্যসহ এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
#
সম্পাদক ও প্রকাশক: মোঃ কবির হোসেন
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. শাহাদাৎ হোসেন রাজু
নির্বাহী সম্পাদক: আব্দুল জলিল মিঞা
অফিস: নরসিংদী সদর, নরসিংদী -১৬০০। মোবাইল: 01927365276, 01884786055
ই-মেইল: Khaskhabor.narsingdi@gmail.com
Copyright © 2025 Narsingdir Khas Khabor. All rights reserved.