রায়পুরা প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় ট্রেনের কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক মধ্যবয়সী নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনের অদূরে (পশ্চিম পাশের) এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত মধ্যবয়সী ওই নারী মেথিকান্দা রেলস্টেশন থেকে রেললাইন ধরে পশ্চিম দিকে হেঁটে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর দেহ খন্ডবিখণ্ড হয়ে এদিক সেদিক ছিটকে পড়ে। এ ঘটনায় সেখানেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে বেলা আড়াইটার দিকে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তার শরীরের খন্ডিথ অংশ কুড়িয়ে মরদেহ উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে অজ্ঞাত নারীর মরদেহের খন্ডিত অংশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। মরদেহ শনাক্তে পিবিআই কাজ করবে বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ কবির হোসেন
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. শাহাদাৎ হোসেন রাজু
নির্বাহী সম্পাদক: আব্দুল জলিল মিঞা
অফিস: নরসিংদী সদর, নরসিংদী -১৬০০। মোবাইল: 01927365276, 01884786055
ই-মেইল: Khaskhabor.narsingdi@gmail.com
Copyright © 2025 Narsingdir Khas Khabor. All rights reserved.