নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলাবাসীর দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে রায়পুরাকে ভেঙে আরো একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে প্রথম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, কোনো অপরাধ হলে পুলিশ ঘটনাস্থলে যায়। নদী পথ পেরিয়ে চরে যেতে অনেক সময় লেগে যায়। এজন্য চরাঞ্চলে একটি প্রশাসনিক থানা বাস্তবায়ন করা খুব জরুরি। এতে করে এ উত্তপ্ত চরাঞ্চলের পরিস্থিতি শান্ত রাখা যাবে। রায়পুরাবাসীর এমন দাবির প্রেক্ষিতে এ থানার অনুমোদন দেওয়া হয়।
এর আগে নরসিংদী জেলা প্রশাসক, রায়পুরা উপজেলার চরাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে জেলার সমন্বয় সভার মাধ্যমে চরাঞ্চলে থানা বাস্তবায়নের জন্য স্বররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত আকারে প্রয়োজনীয় কাগজপত্র আবেদন করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ কবির হোসেন
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. শাহাদাৎ হোসেন রাজু
নির্বাহী সম্পাদক: আব্দুল জলিল মিঞা
অফিস: নরসিংদী সদর, নরসিংদী -১৬০০। মোবাইল: 01927365276, 01884786055
ই-মেইল: Khaskhabor.narsingdi@gmail.com
Copyright © 2026 Narsingdir Khas Khabor. All rights reserved.