খাসখবর প্রতিবেদক
জনপ্রিয় কন্ঠশিল্পী জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত শিল্পি ও চ্যানেল আই ক্ষুদে গানরাজ তাছনিম আন্আম্ রাইসা সুগন্ধি এবার গাইলেন নিজের সুর করা প্রথমকোনো মৌলিক গান। আগামী ২০ জানুয়ারি শুক্রবার রাইসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে "মোনাজাত" শিরোনামের এই মৌলিক গানটি পাবলিশ করা হবে।
এর আগেও বেশ কয়েক মৌলিক গান করলেও এই গানটি রাইসার জন্য বেশ গুরুত্ববহন করছে। কেননা গানটির কথা লিখেছেন রাইসারই মা তাছমিনা ইয়াছমিন রুনা। তার মায়ের লেখা কোন গান এই প্রথম রাইসার কন্ঠে শোনা যাবে। এজন্যই গানটি তার কাছে স্পেশাল বলে রাইসার দাবি ।
জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত শিল্পী ও চ্যানেল আই ক্ষুদে গানরাজ শিল্পী রাইসা নরসিংদীর সন্তান হিসেবে এই জেলায় সহ দেশব্যাপী রয়েছে তার বেশ জনপ্রিয়তা।
"মোনাজাত" শিরোনামের এই মৌলিক গানটি সম্পর্কে রাইসা বলেন, আমার মায়ের লেখা এবং আমার নিজের সুর করা কোন গান এই প্রথম আমি গাইলাম। গানের কথাগুলো অনেক সূন্দর। আমার সুর তার জন্য বলছি না। গানের কথার সাথে সুর অনেক শ্রতিমধুর হয়েছে। আশা করছি আমার এই নতুন মৌলিক গানটি সবার কাছে ভালো লাগবে।
গানটি শুনতে আগামী ২০ জানুয়ারী, শুক্রবার, চোখ রাখুন রাইসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইবার করেননি তাদের কাছে এখনি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো। নিচে
চ্যানেলের লিংক দিয়ে দেওয়া হলো 👇 https://youtube.com/@raisasugondhi9979
সম্পাদক ও প্রকাশক: মোঃ কবির হোসেন
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. শাহাদাৎ হোসেন রাজু
নির্বাহী সম্পাদক: আব্দুল জলিল মিঞা
অফিস: নরসিংদী সদর, নরসিংদী -১৬০০। মোবাইল: 01927365276, 01884786055
ই-মেইল: Khaskhabor.narsingdi@gmail.com
Copyright © 2026 Narsingdir Khas Khabor. All rights reserved.