মাধবদী প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে মরিয়ম টেক্সটাইল মিলের মিলের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় ৩ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার মাধবদী থানাধীন মেহেরপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
মাধবদী ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে হঠাৎ গোডাউনে ধোয়া এবং আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। টেক্সটাইল মিলের গোডাউনে আগুন লাগার খবরে স্থানীয়রা ছুটে আসেন। ফায়ার সার্ভিস আসার আগ মুহুর্তে স্থানীয়রা আগুন নিভাতে প্রাণপন চেষ্টা চালায়। তবে কিছুতেই আগুন নেভানো সম্ভব হয়নি। পরে একে একে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। দীর্ঘ প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
ক্ষতিগ্রস্ত মরিয়ম টেক্সটাইল মিলের মালিক হাবিবুর রহমান জানান, মেহেরপাড়ার বাসিন্দা হাজি জাহাঙ্গীর আলমের একটি সেট ভাড়া নিয়ে সেটাকে তার মিলের উৎপাদিত কাপড় গোডাউন হিসেবে ব্যবহার করছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনায় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তিনি। তবে ‘সময়মতো ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসতে পারলে ক্ষয়ক্ষতি আরও কম হতো বলে তিনি জানান।
নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি বলেন, ‘খবর পেয়ে প্রথমে মাধবদীর দুটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে নরসিংদী সদর থেকে আরও তিনটি ইউনিট এসে যৌথ আগুন নিয়ন্ত্রণে কাজ করতে থাকে। ৫ টি ইউনিটের প্রায় ৩ ঘন্টা যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’
সম্পাদক ও প্রকাশক: মোঃ কবির হোসেন
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. শাহাদাৎ হোসেন রাজু
নির্বাহী সম্পাদক: আব্দুল জলিল মিঞা
অফিস: নরসিংদী সদর, নরসিংদী -১৬০০। মোবাইল: 01927365276, 01884786055
ই-মেইল: Khaskhabor.narsingdi@gmail.com
Copyright © 2025 Narsingdir Khas Khabor. All rights reserved.