মনিরুজ্জামান, নরসিংদীঃ
মাধবদীতে একচ্ছত্র আধিপত্য ও ক্ষমতার অপব্যবহার করে ইউনিয়ন পরিষদকে দূর্নীতির আখড়ায় পরিণত করা ও জননেত্রী শেখ হাসিনাকে কটুক্তির প্রতিবাদে কাঠালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এবাদুল্লাহ'র অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
মিছিল করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (২০ জুন) বিকেলে কাঠালিয়া ইউনিয়ন পরিষদের সামনে কাঠালিয়া ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এবাদুল্লা চেয়ারম্যান
ক্ষমতা গ্রহণের পর থেকে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বোচ্চাচারিতা ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে গোটা ইউয়ন বাসীকে অতিষ্ট করে তুলেছে।
বিগত এক বছর পূর্বে স্বনামধন্য ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদের মৃত্যু হলে আসনটি শূন্য হয়ে যায়।পরে বীর মুক্তিযোদ্ধা এবাদুল্লা দলীয় মনোনয়ন পান। ইতোপূর্বে এবাদুল্লা চেয়ারম্যান থাকাকালীন তার দুর্নীতির কারণে এলাকাবাসী তাকে বয়কট করে। এবার মনোনয়ন পাওয়ার পর সে এলাকাবাসীর কাছে জীবনে আর কোন দুর্নীতির করবেনা বলে অঙ্গীকার করে। তার কথায় সরল বিশ্বাসে এলাকাবাসী তাকে চেয়ারম্যান নির্বাচিত করেন। কিন্তু চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করা সহ বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে মেতে উঠেন। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও মাতৃত্বকালীন ভাতা থেকে শুরু করে সকল প্রকার ভাতার জন্য তিনি ৫/৭ হাজার টাকা করে ঘুষ নিয়ে থাকেন। জন্মনিবন্ধন ও ওয়ারিশ সনদের জন্য ১২/১৫ হাজার টাকা করে নিয়ে থাকেন। কেউ তার চাহিদা অনুযায়ী টাকা না দিলে তিনি সেই ফাইল আটকে রেখে তাদের জিম্মি করে টাকা আদায় করেন। তাছাড়া যে কোন ধরনের বিচারের জন্য তাকে অগ্রিম ২০/৩০ হাজার টাকা ঘুষ দিতে হয়। ইউনিয়ন পরিষদে যে কোন ধরনের সেবা পেতে হলে টাকা ছাড়া কোন সেবা পাওয়া যায় না।
সম্পাদক ও প্রকাশক: মোঃ কবির হোসেন
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. শাহাদাৎ হোসেন রাজু
নির্বাহী সম্পাদক: আব্দুল জলিল মিঞা
অফিস: নরসিংদী সদর, নরসিংদী -১৬০০। মোবাইল: 01927365276, 01884786055
ই-মেইল: Khaskhabor.narsingdi@gmail.com
Copyright © 2025 Narsingdir Khas Khabor. All rights reserved.