বেলাব প্রতিনিধি
নরসিংদীর বেলাবতে মানসিক ভারসাম্যহীন ছেলের লাঠির আঘাতে অছিম উদ্দিন (৮২) নামের এক বৃদ্ধ পিতার মৃত্যু হয়েছে। আলফেজ ফেসানি নামের ওই মানসিক ভারসাম্যহীন ছেলের লাঠির আঘাতে এ সময় তার মা রহিমা বেগমও আহত হয়। রবিবার দিবাগত (৮ জানুয়ারি) রাত পৌনে ১ টার দিকে উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।
পুলিশ ও নিহত বৃদ্ধার স্ত্রী রহিমা বেগম জানান, ছেলে আলফেজ ফেসানী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। বর্তমানে তার চিকিৎসা চলছে। রবিবার রাতে বাড়ির পাশে তালুকদার বাড়িতে ওয়াজ হওয়ার কারণে এসময় বাড়িতে তেমন কেউ ছিলেন না। রাত সাড়ে ১২ টার দিকে মানসিক ভারসাম্যহীন ছেলে ও বৃদ্ধ স্বামীকে নিয়ে ঘরে পোলাও খেতে বসেন। এ সময় পোলাও স্বাদ হয়নি এমন কথা বলে আলফেজ ফেসানি তার মাকে প্রথমে লাঠি দিয়ে আঘাত করেন। পরে তার পিতা প্রতিবাদ করলে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অছিম উদ্দিনের ।
এ ঘটনায় সোমবার (৯ জানুয়ারি) সকালে নিহতের মেয়ে তাপসী আক্তার বাদী হয়ে ভাই আলফেজ ফেসানিকে আসামি করে বেলাব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বেলাব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ কবির হোসেন
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. শাহাদাৎ হোসেন রাজু
নির্বাহী সম্পাদক: আব্দুল জলিল মিঞা
অফিস: নরসিংদী সদর, নরসিংদী -১৬০০। মোবাইল: 01927365276, 01884786055
ই-মেইল: Khaskhabor.narsingdi@gmail.com
Copyright © 2025 Narsingdir Khas Khabor. All rights reserved.