কামরুজ্জামান
বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, রাজনীতি করতে গিয়ে চরাঞ্চলে দাঙ্গা লাগানো বিএনপির নেতা-কর্মীদের কাজ নয়। বিএনপি ক্ষমতায় আসলে চরাঞ্চলে শান্তি বিরাজ করবে। আপনারা চরাঞ্চলের লোকেরা আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে শেখ হাসিনাও দেশে থাকতে পারে নাই।
তিনি শনিবার (২ নভেম্বর) বিকেলে রায়পুরা উপজেলার পূর্ব বাঘাইকান্দি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত চরআড়ালিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চর আড়ালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী আজহার মাস্টারের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারন সম্পাদক হাসানুজ্জামান সরকার, চর আড়ালিয়া ইউপি চেয়ারম্যান মাসুদা জামান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ কবির হোসেন
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. শাহাদাৎ হোসেন রাজু
নির্বাহী সম্পাদক: আব্দুল জলিল মিঞা
অফিস: নরসিংদী সদর, নরসিংদী -১৬০০। মোবাইল: 01927365276, 01884786055
ই-মেইল: Khaskhabor.narsingdi@gmail.com
Copyright © 2025 Narsingdir Khas Khabor. All rights reserved.