আজ ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পায়েস খাওয়ানোর কথা বলে ডেকে এনে মা’কে গলাটিপে হত্যা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের মা ছেলের বাক-বিতান্ডার একপর্যায়ে  বৃদ্ধ মাকে  পায়েশ খাওয়ানোর কথা বলে ঘরে ডেকে এনে গলাটিপে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে মোশারফ হোসেন নামে  এক পাষণ্ড ছেলে। মোশারফ হোসেন  নিহত বৃদ্ধা জামিলা খাতুন (৬২) এর গর্ভজাত সন্তান। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) -১১ নরসিংদী।

নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের দড়িনবীপুর গ্রামের বাসিন্দা মোশারফ হোসেনকে  নিজের গর্ভধারিণী মাকে আটক করে র‍্যাব ১১ এর সদস্যরা।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে র‍্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. আরিফুল ইসলাম আক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।

নিহত বৃদ্ধা জামিলা খাতুন (৬২) দড়িনবীপুর গ্রামের মৃত ইউসুফ মিয়ার স্ত্রী। আটককৃত মোশারফ হোসেন (৪৪) মৃত ইউসুফ মিয়ার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব কমান্ডার আরিফুল ইসলাম জানান, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মা-ছেলের মাঝে বাকবিতন্ডা সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গত ১২ জানুয়ারি, সোমবার রাত ৯টায় পায়েস খাওয়ার কথা বলে মা’কে নিজ ঘরে ডেকে নিয়ে আসে মোশারফ। একপর্যায়ে সে তার মা’কে গলাটিপে হত্যা করে পালিয়ে যায়। পরে র‍্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে তাকে আটক করতে সক্ষম হয়।

এ বিষয়ে নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ