আল আমিন মিয়া
নরসিংদী-২ ( পলাশ) আসনে আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে প্রোপাগাণ্ডা, ভয়ভীতি, হুমকি, পোস্টার পুড়ানো ও ছিড়ে ফেলার অভিযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় জিনারদী ইউনিয়নের গয়েশপুর গ্রামের নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে জাতীয় পার্টির প্রার্থী এ.এন.এম রফিকুল ইসলাম সেলিম এমন অভিযোগ করেন।
তিনি অভিযোগ করে বলেন, তার দলের কর্মী-সমর্থক কে ভয়ভীতি প্রদর্শন ও নির্বাচনের পরে বিভিন্ন মামলায় ফাঁসানোরও হুমকি দিচ্ছে আওয়ামীলীগের সমর্থক ও নেতাকর্মীরা। এছাড়াও নরসিংদী-২ নির্বাচনী এলাকার বিভিন্ন কেন্দ্রে জাতীয় পার্টির প্রস্তাবিত এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন করার পাশাপাশি তার পোস্টার ছিড়ে,পুড়ে ফেলার অভিযোগ করেন সরাসরি আওয়ামিলীগ থেকে এই আসনে মনোনীত প্রার্থী ড. আনোয়ারুল আশরাফ খান দিলীপ এর কর্মী সমর্থকদের বিরুদ্ধে।
তিনি অভিযোগ করে আরও বলেন, আওয়ামীলীগের নেতাকর্মীরা ভোটারদের মাঝে প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে জাতীয় পার্টির প্রার্থী শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বীতায় থাকবে না।
জাতীয় পার্টির ভোট আমাদেরই ভোট। তিনি সাংবাদিকদের নিশ্চিত করে বলেন সুষ্ঠু ভোট হলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বানও জানান তিনি। একই সঙ্গে ভোটারদের নিশ্চিত করে বলেন,আমি ভোটের মাঠে শেষ সময় পর্যন্ত আছি-থাকবো।
সংবাদ সম্মেলনে পলাশ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাকির হোসেন মৃধা, সদস্য সচিব এড. সারোয়ার হোসেন মোল্লা সহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ কবির হোসেন
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. শাহাদাৎ হোসেন রাজু
নির্বাহী সম্পাদক: আব্দুল জলিল মিঞা
অফিস: নরসিংদী সদর, নরসিংদী -১৬০০। মোবাইল: 01927365276, 01884786055
ই-মেইল: Khaskhabor.narsingdi@gmail.com
Copyright © 2026 Narsingdir Khas Khabor. All rights reserved.