মোখসেদুল হক
ঢাকাস্থ নরসিংদী সদর উপজেলা জনকল্যাণ সমিতির উদ্যোগে বৃত্তি প্রদান ও ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার আড়াইহাজারস্থ সুর্বণগ্রামে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।সমিতির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গরিব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি, সাবেক সিনিয়র সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশারফ হোসেন ভূঁইয়া এনডিসি।
জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অর্থ মন্ত্রনালয় সংক্রান্ত আভ্যন্তরিন সম্পদ বিভাগ জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (গ্রেড-১) ড. সামস উদ্দিন আহমেদ'র সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোসাম্মদ হামিদা আক্তার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. বশির উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুবর্ণগ্রাম রিসোর্ট'র চেয়ারম্যান এড. আফজাল উল মনির, মো. বায়তুল আমীন ভূঁইয়া, মো. খায়রুল আলম, দেওয়ান সাইদুল হাসান, এড. আতিকুল্লাহ ফকির মনির ও মোশারফ হোসেন।
এসময় সভাপতির বক্তব্যে জার্মানির রাষ্ট্রদূত মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, আমাদের শিক্ষার অবক্ষয়ের জন্য দায়ী শিক্ষা ব্যবস্থা, অভিভাবক ও শিক্ষকগণও। তাছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসে শিক্ষকরা যা বলেন, ছাত্ররা তা শুনে না। একই সঙ্গে শিক্ষকগণও ছাত্রদের প্রতি মনোযোগী নন। আর সে কারনেই সঠিক শিক্ষা অর্জনে ব্যর্থ হচ্ছে শিক্ষার্থীরা। ভবিষ্যৎ প্রজন্মকে উচ্চ শিক্ষিত, মেধাবী ও দক্ষ জনবল হিসেবে গড়তে হলে, আমাদেরকেই এ অবস্থার উত্তরণ ঘটাতে হবে। আর তাই সারা দেশের ন্যায় নরসিংদীতেও উচ্চ শিক্ষিত, মেধাবী, বিচক্ষণ ও দক্ষ জনবল সৃস্টি করতে স্থাপন করা হবে বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ কবির হোসেন
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. শাহাদাৎ হোসেন রাজু
নির্বাহী সম্পাদক: আব্দুল জলিল মিঞা
অফিস: নরসিংদী সদর, নরসিংদী -১৬০০। মোবাইল: 01927365276, 01884786055
ই-মেইল: Khaskhabor.narsingdi@gmail.com
Copyright © 2026 Narsingdir Khas Khabor. All rights reserved.