মাজহারুল ইসলাম রাসেল
মো. ওমর ফারুক মিয়াকে সভাপতি ও এড. মো আবুল হাসনাত মাসুমকে সাধারণ সম্পাদক করে নরসিংদী জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) জাতীয় পার্টির দফতর সম্পাদক -২ এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নরসিংদী জেলা পার্টির ১১১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা দেয়া হয়েছে।
এর আগে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি'র সুপারিশের ভিত্তিতে
পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতা বলে ১১১ সদস্য বিশিষ্ট নরসিংদী জেলা কমিটির অনুমোদন দেন।
জানা যায়, নরসিংদী জেলার জাতীয় পার্টির কমিটি গঠন উপলক্ষে গত ৩ জুন নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
নরসিংদী জেলা জাতীয় পার্টির আহবায়ক মো. সফিকুল ইসলাম সফিকের সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর ফারুক মিয়ার সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক চুন্নু এমপি। আরো উপস্থিত ছিলেন ফকরুল ইমাম হোসেন এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, নাজমা আক্তার এমপি, আলমগীর সিকদার লোটন, হাবিবুর রহমান ভূইয়া, মোজাম্মেল হক লাভলু, হেনা খান পন্নি, মোহাম্মদ মনির হোসেন, নেওয়াজ আলী ভূইয়া, আবুল হাসনাত মাসুম, ফররুখ আহমদ প্রমূখ।
সম্মেলনে কমিটি ঘোষণা না দিয়ে ১০দিন পরে ঘোষণা দেয়া হবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মেলনস্থল ত্যাগ করেন। যার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এই কমিটি ঘোষণা দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ কবির হোসেন
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. শাহাদাৎ হোসেন রাজু
নির্বাহী সম্পাদক: আব্দুল জলিল মিঞা
অফিস: নরসিংদী সদর, নরসিংদী -১৬০০। মোবাইল: 01927365276, 01884786055
ই-মেইল: Khaskhabor.narsingdi@gmail.com
Copyright © 2026 Narsingdir Khas Khabor. All rights reserved.