খাসখবর প্রতিবেদক
নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় মো.সবুজ (৩০) নামে পুলিশের এক উপ-পরিদর্শক নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২ টার দিকে নরসিংদী থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার নিহত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি (তদন্ত) মো: ফারুক মোল্লা।
জানা যায়, নিহত সবুজ ডেমরা থানায় উপ-পরিদর্শক (এস আই) হিসেবে কর্মরত ছিলেন। সে নরসিংদীর বেলাব উপজেলার খামারেরচর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
নরসিংদী শিবপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মো: নুর উদ্দিন বলেন, সকালে সবুজ তার গ্রামের বাড়ী থেকে কর্মস্থল ডেমরা থানায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। সকাল ৯ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী শিবপুরের বড়ইতলা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা পিক আপ ভ্যান কারারচরে মদিনা জুট মিলস্'র সামনে তার বাইকের উপর উঠে যায়। পরে আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠান। সেখানে নিয়ে যাবার পরে, দুপুর ১২ টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণ করেন।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো: ফারুক বলেন, তার লাশ ঢাকা মেডিকেল থেকে বিনা ময়নাতদন্তে লাশ গ্রহণ করার জন্য আবেদন করেছি। আবেদন মঞ্জুর করা হলে আমরা স্বজনদের কাছে লাশ হস্তান্তর করবো।
সম্পাদক ও প্রকাশক: মোঃ কবির হোসেন
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. শাহাদাৎ হোসেন রাজু
নির্বাহী সম্পাদক: আব্দুল জলিল মিঞা
অফিস: নরসিংদী সদর, নরসিংদী -১৬০০। মোবাইল: 01927365276, 01884786055
ই-মেইল: Khaskhabor.narsingdi@gmail.com
Copyright © 2025 Narsingdir Khas Khabor. All rights reserved.