নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছে পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান পিপিএম। শনিবার (২২ অক্টোবর) তিনি সস্ত্রীক শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে তাদেরকে উষ্ণ সংবধনা প্রদান করা হয়। পরিদর্শনকালে পুলিশ সুপার পূজারী ও দর্শনার্থীদের সাথে কথা বলেন।
নরসিংদীতে উৎসাহ উদ্দীপনা ও ধর্ম বর্ণ নির্বিশেষে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা। শনিবার (২২ অক্টোবর) পূজা অর্চনা মধ্য দিয়ে মহা অষ্টমী পূজা পালন করা হয়।
এ সময় পুলিশ সুপার'র সাথে ছিলেন তার পুনাকের সভাপতি মৌসুমি ওয়াদুদ চাদনী,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অর্ণিবান চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন) এস এ এম ফজল ই খুদা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমরা জে এম শহিদুল ইসলাম সোহাগ ও নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া।
এর আগে শহরের সেবাসংঘ মোড়ে স্থাপন করা নিয়ন্ত্রন কক্ষে জেলা ও শহর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে পূজামন্ডপ পরিদর্শনে করতে আসলে পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান পিপিএম ও তার পত্নী মৌসুমি ওয়াদুদ চাদনীকে এক উষ্ণ সংবধনা প্রদান করা হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল ঘোষের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুব্রত দাসের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান আজিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবারয়ের আহমেদ, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি বিনয় সাহা ও সাধারণ সম্পাদক মিঠু সাহা প্রমূখ নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ কবির হোসেন
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. শাহাদাৎ হোসেন রাজু
নির্বাহী সম্পাদক: আব্দুল জলিল মিঞা
অফিস: নরসিংদী সদর, নরসিংদী -১৬০০। মোবাইল: 01927365276, 01884786055
ই-মেইল: Khaskhabor.narsingdi@gmail.com
Copyright © 2026 Narsingdir Khas Khabor. All rights reserved.