জুবায়ের আহমেদ
নরসিংদীতে বাড়ীতে ঢুকে আল-আমিন (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। রবিবার রাত ১০ টার দিকে পৌর শহরের বানিয়াছল বিলপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আল-আমিন বানিয়াছল এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে। তাকে হাতকাটা আল আমিন বলেই সবাই চিনে ও
নিহতের পরিবারের লোকজন জানায়, দীর্ঘদিন ধরে একই এলাকার মনু মিয়ার ছেলে কাউসারের (৩০) এর সাথে ইন্টারনেট ব্যবসা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে রবিবার রাত সাড়ে ১০ টার দিকে বানিয়াছল বিলপাড় এলাকা দিয়ে বাড়ি ফিরছিলো আল-আমীন। এসময় আগে থেকে উৎপেতে থাকা কাউসারসহ ২০/২৫ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। পরে আল-আমীন দৌড়ে একটি বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা ওই বাড়িতে ঢুকে এলোপাতাড়ি চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এদিকে আল আমিনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে থাকলে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে। পরে এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে এবিষয়ে তাৎক্ষণিক পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ কবির হোসেন
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. শাহাদাৎ হোসেন রাজু
নির্বাহী সম্পাদক: আব্দুল জলিল মিঞা
অফিস: নরসিংদী সদর, নরসিংদী -১৬০০। মোবাইল: 01927365276, 01884786055
ই-মেইল: Khaskhabor.narsingdi@gmail.com
Copyright © 2025 Narsingdir Khas Khabor. All rights reserved.