নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে নাশকতার মামলায় জেলা জামাত শিবিরের ৪ নেতা কর্মী আটক করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।
রোববার ২৪ সেপ্টেম্বর দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়া।
তিনি জানান ২৯ জুলাই নাশকতার ঘটনায় রুজুকৃত নরসিংদি মডেল থানার ৫৩ নং মামলায় গ্রেফতার করা হয় আসামিদের।
গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গাবতলী এলাকায় ভাড়াটিয়া বাসা থেকে জেলার পলাশ থানার হাসান হাঁটা গ্রামের আব্দুল সামাদ এর পুত্র এনামুল (৩০) টাংগাইল জেলার কালিহাতী থানার আশরাফ আলী পুত্র নাঈম (২৮) রায়পুরা থানার বাঙালি নগর গ্রামের আলী হোসেনের পুত্র মারুফ হোসেন ( ২১) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার দুলদি গ্রামের মোতালিব এর ছেলে আনাস (২৪)
গ্রেফতার কৃতআসামিদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ কবির হোসেন
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. শাহাদাৎ হোসেন রাজু
নির্বাহী সম্পাদক: আব্দুল জলিল মিঞা
অফিস: নরসিংদী সদর, নরসিংদী -১৬০০। মোবাইল: 01927365276, 01884786055
ই-মেইল: Khaskhabor.narsingdi@gmail.com
Copyright © 2026 Narsingdir Khas Khabor. All rights reserved.