কামরুজ্জামান
নরসিংদীতে ঘোড়াদিয়া মধ্যপাড়া টিভিকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১১অক্টোবর) বিকেলে নরসিংদী গাবতলী এলাকার জামেয়া কাসেমিয়া ঈদগাঁ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইবেকারে আমিরাবাদ রাইডার্স ২-১ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।
ফাইনাল খেলায় অংশ নেয় আমিরাবার রাইডার্স বনাম কাশফুল একাদশ। মিনি গোলবারের এই ফাইনাল খেলার নির্ধারিত সময়ে কোন দল কগোল করতে না পারা ০-০ গোলে অমিমাংসিত থাকলে খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকার আমিরাবাদ রাইডার্স ২-১ গোলের ব্যবধানে কাশফুল একাদশকে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাকারিয়া হোসাইন।
চিনিশপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম জহির'র সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন গাবতলী কবরস্থানের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মাহবুব উদ্দিন ভূঁইয়া।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়ারদের হাতে পুরস্কার পুরস্কার হিসেবে ৩২ ইঞ্চি একটি এলইডি টেলিভিশন তুলে দেওয়া হয়। বিজিত দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয় ট্রফি।
টুর্নামেন্টে সুন্দর ক্রীড়া নৈপুণ্যতার জন্য আমিরাবাদ রাইডার্সের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার রিফাত ম্যান অব দ্যা মাচ হন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ কবির হোসেন
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. শাহাদাৎ হোসেন রাজু
নির্বাহী সম্পাদক: আব্দুল জলিল মিঞা
অফিস: নরসিংদী সদর, নরসিংদী -১৬০০। মোবাইল: 01927365276, 01884786055
ই-মেইল: Khaskhabor.narsingdi@gmail.com
Copyright © 2025 Narsingdir Khas Khabor. All rights reserved.