খাসখবর ডেস্ক
জাপানে যথাযথ মর্যাদায় ও ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। জাপানের কোবে শহরে বসবাসরত বাংলাদেশীদের প্রাণের সংগঠন কোবে বাংলাদেশ সোসাইটি দেশের স্বাধীনতার এই বিজয়ের দিনটিকে যথাযথভাবে পালন করে।
রবিবার (২১ ডিসেম্বর) নজিগিকু কাইকান হল রুমে বিভিন্ন আনুষ্ঠানমালার মধ্যদিয়ে দিনব্যাপী বাংলাদেশের মহান স্বাধীনতার ৫৪ তম এই বিজয় দিবস পালন করা হয়।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। নাচ, গান ও আবৃত্তিতে প্রবাসী বাংলাদেশিরা বিজয়ের আনন্দ ভাগ করে নেন, যা পুরো অনুষ্ঠানকে করে তোলে প্রাণবন্ত ও উৎসবমুখর। এসময় প্রবাসী বাংলাদেশীরা নেচে গেয়ে বিজয়ের এই দিনটি সুদূর কোবে শহরের স্মরণীয় করে রাখে।
মহান বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিওটো বিশ্ববিদ্যালয়েন অধ্যাপক ড. কামরুল হাসান।
কোবে বাংলাদেশ সোসাইটির সভাপতি আলমগীর হোসেন ইমন'র সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. মিয়া ইয়াসিন, মো. আরসাদুল হক ও মো আজাদ রহমান।
পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মেঘলা ও জেসমিন। তাদের প্রাণবন্ত উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটি আরও উপভোগ্য হয়ে ওঠে।
কোবে বাংলাদেশ সোসাইটির বিজয় দিবসের এই আয়োজনে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি ঐক্যের আহ্বান জানানো হয়। এছাড়াও মহান বিজয় দিবসের এই অনুষ্ঠানে মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে প্রবাসে ঐক্যবদ্ধ বাংলাদেশি কমিউনিটি গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কোবে বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কোবে বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি মো. রাজু চৌধুরী, অর্থ সম্পাদক আরিফ সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন ও প্রচার সম্পাদক কাজী আমিনুর।
সভাপতির বক্তব্যে আলমগীর হোসেন ইমন বলেন,“৩০ লক্ষ শহীদের রক্ত ও অসংখ্য মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই মহান বিজয় আজও আমাদের প্রেরণা। বিদেশের মাটিতে থেকেও আমরা বাংলাদেশকে হৃদয়ে ধারণ করি। এই ভালোবাসা থেকেই কোবে বাংলাদেশ সোসাইটির এমন আয়োজন।”
তিনি বলেন, প্রবাসে জন্ম নেওয়া নতুন প্রজন্মের মাঝেও মুক্তিযুদ্ধের ইতিহাস ও লাল-সবুজের চেতনাকে ছড়িয়ে দেওয়াই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।
এসময় তিনি সবাইকে একত্রিত করে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ বাংলাদেশি কমিউনিটি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান তার বক্তব্যে বলেন,
“কোবে বাংলাদেশ সোসাইটি ভবিষ্যতেও মহান মুক্তিযুদ্ধ ও জাতীয় ঐতিহ্যকে কেন্দ্র করে এমন ঐতিহাসিক ও সাংস্কৃতিক কর্মসূচি অব্যাহত রাখবে।”
বক্তারা বলেন, প্রবাসে থেকেও দেশপ্রেম, ঐক্য ও মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত হয়ে এগিয়ে যাওয়াই মহান বিজয় দিবসের প্রকৃত শিক্ষা।
অনুষ্ঠানের শেষে সংগঠনের পক্ষ থেকে সভাপতি এ আয়োজনে সংশ্লিষ্ট অতিথি, সংগঠক, স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ কবির হোসেন
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. শাহাদাৎ হোসেন রাজু
নির্বাহী সম্পাদক: আব্দুল জলিল মিঞা
অফিস: নরসিংদী সদর, নরসিংদী -১৬০০। মোবাইল: 01927365276, 01884786055
ই-মেইল: Khaskhabor.narsingdi@gmail.com
Copyright © 2025 Narsingdir Khas Khabor. All rights reserved.