নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় ভাবীকে দিয়ে ঘর থেকে ডেকে নিয়ে তার সামনেই প্রাণতোষ সরকার (৪২) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্য করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় উপজেলার দূর্গম চরাঞ্চল বাঁশগাড়ীর দিঘিলিয়াকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
নিহত প্রাণতোষ উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের দিঘিলিয়াকান্দী গ্রামের সাধন সরকারের ছেলে। তিনি দিঘিলিয়াকান্দী নতুন বাজারের স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, মঙ্গলবার রাতে বাড়িতে অবস্থান করছিলেন প্রাণতোষ সরকার। সন্ধ্যার পর প্রাণতোষের ভাবী মেয়েকে কোচিং ক্লাস থেকে বাড়ী আনার জন্য বের হয়।এসময় অবস্থায় দুইজন লোক এসে প্রাণতোষকে ডেকে দেওয়ার কথা বলে। প্রাণতোষ ভিতর থেকে বের হয়ে আসলে তারা পাশের দিঘিলিয়াকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যায়। তাদের পিছু পিছু প্রাণতোষে ভাবী সেখানে আসে। এসময় তারা প্রাণতোষের কাছে চাঁদার টাকা দাবী করে। তাদের দাবীকৃত চাঁদার টাকা দিতে অসম্মতি জানালে সাথে সাথে তাদের একজন কোমড়ে থাকা পিস্তল নিয়ে তার বুকে গুলি করে। গুলি প্রাণতোষের বুকে বিদ্ধ হলে সে মাটিতে লুটিয়ে পড়লে দূর্বত্তরা পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের ভাবী হেনা রাণী সরকার বলেন, দুইজন লোক এসে আমার দেবরকে ডেকে নিয়ে স্কুল মাঠে যায়। এদের একজনের মুখ খোলা থাকলেও আরেকজনের মুখ বাঁধা ছিলো। পরে আমিও তাদের পিছনে সেখানে যাই। তারা প্রাণতোষের কাছে টাকা চেয়ে না পেয়ে আমার চোখের সামনেই পিস্তল বের করে গুলি ছোড়ে। এতে প্রাণতোষ মাটিতে পড়ে গেলে তারা দৌড়ে পালিয়ে যায়।আমাদের কোন শত্রু নাই। যারা ডেকে নিয়ে গেছে তাদেরকে চিনি না। আমরা এ হত্যাকান্ডের বিচার চাই।
জানা যায়, এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও তার সাঙ্গপাঙ্গরা প্রায়শ: নিহত প্রানতোষের কাছ থেকে চাঁদা নিতো। মঙ্গলবার দুপুরে সন্ত্রাসীরা তার দোকানে চাঁদা নিতে আসলে তার কাছে নেই বলে ফিরিয়ে দেয়। সন্ত্রাসীরা দুপুরে চাঁদা চেয়ে না পেয়ে রাতে পূণরায় সেই চাঁদার টাকা নিতে আসে। সেই টাকা দিতে অসম্মতি জানালে তাকে গুলি করে হত্যা করে।
নরসিংদী সদর হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত মেডিক্যল অফিসার ডা. আসাদ আবদুল্লাহ খান বলেন, প্রানতোষ সরকার নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় আমাদের এখানে নিয়ে আসে তার বুকের ডান পাসে ক্ষত ছিলো। শুনেছি তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমার ময়না তদন্তের জন্য বলেছি।
রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) প্রবীর কুমার ঘোষ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে চাঁদার জন্য হত্যা করা হয়েছে। আমরা এঘটনার রহস্য উদ্ধারে ঘটনাস্থলের বিভিন্ন আলামত সংগ্রহ করে কাজ করছি। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ কবির হোসেন
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. শাহাদাৎ হোসেন রাজু
নির্বাহী সম্পাদক: আব্দুল জলিল মিঞা
অফিস: নরসিংদী সদর, নরসিংদী -১৬০০। মোবাইল: 01927365276, 01884786055
ই-মেইল: Khaskhabor.narsingdi@gmail.com
Copyright © 2025 Narsingdir Khas Khabor. All rights reserved.