নরসিংদী প্রতিনিধি
গণঅধিকার পরিষদ (GOP) নরসিংদী জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দলের সভাপতি ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাক্ষরিত এক পত্রে এতথ্য জানা যায়।
গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান আল মামুন স্বাক্ষরিত ৮৮ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় নরসিংদী জজ আদালতের নারী ও শিশু বিশেষ ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর এডভোকেট শিরিন আক্তার শেলীকে। সাধারণ সম্পাদকের দায়িত্ব পান ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুল ইসলাম (শফিক) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রাখা হয়র রফিকুল ইসলাম রিপনকে।
সদ্ম ঘোষিত নতুন এই কমিটির সদস্যরা আগামী এক বছর তাদের দায়িত্ব ভার পালন করবে।
কমিটিতে এরশাদুল ইসলামকে সিনিয়র সহ সভাপতি করে সহ সভাপতি হিসেবে রাখা হয়েছে আরো ১১ জনকে। ওসমান গনিকে ১ নং যুগ্ম সম্পাদক করে উক্ত পদে রাখা হয়েছে আরও ১০ জনকে। সহ সাংগঠনিক সম্পাদক পদে মোট ৭ জনকে দায়িত্ব দেওয়া হয়। সর্বশেষে কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয় ২০ জনকে।
গণঅধিকার পরিষদ নরসিংদী জেলা শাখার অনুমোদনকৃত এই কমিটিকে স্বাগত জানিয়েছে সহযোগী সংগঠনগুলোর নেতৃকর্মীরা।
গণ অধিকার পরিষদ নরসিংদী জেলা শাখার সদ্য ঘোষিত এই কমিটিকে স্বাগত জানিয়ে জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহ জামান সরকার বাপ্পি বলেন, আমি মনে করি যোগ্য ব্যক্তিদের নিয়েই এই কমিটি গঠন করা হয়েছে। জেলা গণ অধিকার পরিষদের এই কমিটি অনুমোদন দেওয়ায় দলের সভাপতি ভিপি নুরুল ইসলাম নূর ভাইয়ের প্রতি অনুবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। নতুন এই কমিটির উপর আগামী এক বছর দায়িত্বভার ন্যস্ত থাকবে। এই বছর জেলায় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ঘুষিত এই কমিটির উপর। আশা করছি এক বছরে জেলায় দলের একটি শক্ত ভীত গড়ে তুলতে পারবে। তবে দলের কমিটিতে নতুন ও পুরাতন কমিটির সদস্যদের সমন্বয়ে এ কমিটি দেওয়া হলে আরও ভালো হতো বলে আমি মনে করি।