খাসখবর ডেস্ক
দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে ১৬ ই ডিসেম্বর পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণ এর মধ্য দিয়ে বাঙালি জাতি পায় এক গৌরব উজ্জ্বল বিজয়। যা বাঙালি জাতি তথা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকে ইউনিয়নবাসীকে বিজয়ের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল
বিজয় দিবসেৱ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বাঙালির বিজয়ের দিন ১৬ ডিসেম্বর। পাকিস্তানি শোসকের অবসান ঘটিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন একটি দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল বাংলাদেশ। বিজয়ের এই ৫৩ তম বছরে আমরা বাঙালিরা স্বাধীনতা পেলেও তার পূর্ণ স্বাদ এখনো পায়নি, আমরা এখনো পাইনি গণতন্ত্র, পাইনি আমাদের বাক স্বাধীনতা।
শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন, আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) কে যাঁর ঘোষণায় সাড়া দিয়ে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, এক সাগর রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মুক্তির স্বাদ অর্জন করে বিজয়। ১৬ ডিসেম্বর মহান বিজয়ের এ দিনে আমরা ৭১’র সেই অকুতভয় বীর সৈনিকদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। যাদের আত্মত্যাগে আমাদের আজকের এ বিজয়, পেয়েছি লালসবুজের পতাকা এবং মানচিত্র।
সম্পাদক ও প্রকাশক: মোঃ কবির হোসেন
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. শাহাদাৎ হোসেন রাজু
নির্বাহী সম্পাদক: আব্দুল জলিল মিঞা
অফিস: নরসিংদী সদর, নরসিংদী -১৬০০। মোবাইল: 01927365276, 01884786055
ই-মেইল: Khaskhabor.narsingdi@gmail.com
Copyright © 2026 Narsingdir Khas Khabor. All rights reserved.