নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নের আল-হেরা ইন্ডিপেন্ডেন্ট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বার্ষিক পরীক্ষার এই ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিদায়, বৃত্তিপ্রাপ্তদের বৃত্তি ও পুরস্কার প্রদান এবং বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জস্থ স্কুল মাঠে সকাল থেকে নানা আয়োজনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে বার্ষিক পরীক্ষার এই ফলাফল প্রকাশ করা হয়।
আল-হেরা ইন্ডিপেন্ডেন্ট স্কুলটি হাটি হাটি পা পা করে ২৪ পেরিয়ে ২৫ বছরে পা দিতে যাচ্ছে। বিগত ২৪ বছরের এই পথচলায় সফলতা ও সুনামের সাথে কাটিয়েছে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম চঞ্চল।
আল-হেরা ইনডিপেনডেন্ট স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আনোয়ার কাজী’র সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন আমিরগঞ্জ ইউনিয়ন বি এন পি’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিলেন, হাসনাবাদ বাজারের ব্যবসায়ি রফিক কাজী ও আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম।
এছাড়াও বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মাহবুব হোসেন, এডভোকেট মমিন মিয়া ও শফিকুল ইসলাম।
সকাল ১০ টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে ফলাফল প্রকাশের এই অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন আল-হেরা ইনডিপেনডেন্ট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানের আগত অতিথি ও অভিভাবকদের পদাচারণায স্কুল প্রাঙ্গন হয়ে উঠেছে প্রাণবন্ত উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন স্কুলের এই প্রতিষ্টাতা।
প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল ইসলাম চঞ্চল বলেন, বিদ্যালয়ের অবকাঠামগত ও শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে তিনি অবদান রাখতে চান, আল-হেরা ইনডিপেনডেন্ট স্কুল রায়পুরা তথা নরসিংদী জেলার মধ্যে যেন অন্যতম প্রতিষ্ঠান হিসেবে পরিচিত পায়। তিনি সর্বাত্বক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।
আল-হেরা ইনডিপেনডেন্ট স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও উৎসবমুখর। স্কুলের ছোট ছোট শিশু শিক্ষার্থীদের এই নাচ, গান ও আবৃত্তি উপস্থিত অতিথি ও অভিভাবকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।