আবুল কাশেম,
"আমরা সবাই অঙ্গীকার করি
আলোকবালী ইউনিয়নকে সবুজ করি "এই স্লোগানকে সামনে রেখে নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের উদ্যোগে,আলোকবালী ইউনিয়ন সমাজ কল্যাণ যুব সংঘের আয়োজনে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সকল শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ ও সরকারি স্থাপনায় অত্যন্ত সুন্দর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পুরো ইউনিয়নে ৩০০টি ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়। ভবিষ্যতে আরও ব্যাপক হারে গাছ লাগানো হবে বলে নিশ্চিত করেন ,সংগঠনের সভাপতি ,স্পেন প্রবাসী তামিম আবু বক্কর। আজ শুক্রবার (২৮ জুলাই)সকাল ১০টার সময় আলোকবালী এ এম সি হাইস্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।পরে ইউনিয়নের বিভিন্ন ইউনিটের সভাপতি , সাধারণ সম্পাদক দের হাতে এসব বৃক্ষ বুঝিয়ে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি , স্পেন প্রবাসী তামিম আবু বকর ,আল বারাকা হসপিটালের এমডি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক সাকিবুল হক,স্হায়ি কমিটির সদস্য আরিফ চৌধুরী, সাংবাদিক আবুল কাশেম সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাছির উদ্দিন,জসিম উদ্দিন ,বাহার উদ্দিন, হুমায়ূন কবির,রাহিম সিকদার, কামরুল ইসলাম, শাহাদাত হোসেন রাফি প্রমুখ।।
সম্পাদক ও প্রকাশক: মোঃ কবির হোসেন
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. শাহাদাৎ হোসেন রাজু
নির্বাহী সম্পাদক: আব্দুল জলিল মিঞা
অফিস: নরসিংদী সদর, নরসিংদী -১৬০০। মোবাইল: 01927365276, 01884786055
ই-মেইল: Khaskhabor.narsingdi@gmail.com
Copyright © 2025 Narsingdir Khas Khabor. All rights reserved.