আজ ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ডাকাতি, অস্ত্র ও মাদক সহ বিভিন্ন অপরাধে জড়িত
২৭ মামলার আসামীকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। শুক্রবার ৬ অক্টোবর রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানার বাগের বাজার এলাকা থেকে পুলিশ সুপারের নির্দেশনায় মডেল থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া’র নেতৃত্বে এস আই আঃ গাফফার ও দীপক কুমার সরকার আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করেছেন২৭ মামলায় অভিযুক্ত আসামি কে।

শনিবার ৭ অক্টোবর শনিবার দুপুরে মডেল থানায় সংবাদ সম্মেলনে সদর সহকারী পুলিশ সুপার(সদর সার্কেল)শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আপেল মাহমুদ (৪১) নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকার মৃত নওয়াব আলীর ছেলে।

তিনি আরো বলেন, ” নরসিংদী সদর মডেল থানা সহ বিভিন্ন থানায় ডাকাতি,অস্ত্র ,মাদক, ডাকাতির প্রস্তুতি সহ তার বিরুদ্ধে মোট-২৭টি মামলা চলমান। আসামির বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় ১৬ টি গ্রেফতারী পরোয়ানা মূলতবি বিদ্যমান রয়েছে।

তার নেতৃত্বে দেশের বিভিন্ন স্থানে অপরাধ সংঘটিত হয়েছে, তাঁরাই বিভিন্ন স্থানে নানহ অপরাধ মুলক কাজ করে থাকে।আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ