খাসখবর প্রতিবেদক
নরসিংদীর শিবপুরে শাবলের কোপে নিজ স্বামীকে হত্যার পর স্ত্রী নিজেই থানায় গিয়ে ধরা দিলেন। স্বামীর মৃতদেহ পাহারা দিয়ে শুক্রবার (২২ জুলাই) সকালে থানায় এসে ধরা দেয় স্ত্রী ঝুনু বেগম।
শিবপুর থানা পুলিশ শুক্রবার উপজেলার খড়িয়া গ্রামে নিজ বসতঘর থেকে নিহত স্বামী মোফাজ্জল প্রধানের মরদেহ উদ্ধার করে। নিহত মোফাজ্জল খড়িয়া গ্রামের ওয়াজউদ্দিন প্রধানের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে মোফজ্জল তার স্ত্রী ঝুনু বেগমের কাছে টাকা চান। স্ত্রী টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়ার সৃষ্টি হয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী মোফাজ্জল তার স্ত্রীকে মারতে শাবল নিয়ে আসেন। এসময় স্ত্রী তার কাছ থেকে শাবল ছিনিয়ে নিয়ে সেই শাবল দিয়ে স্বামীর পেটে আঘাত করলে সাথে সাথেই তার মৃত্যূ হয়।
পরে সারারাত স্বামীর মরদেহ পাহারা দিয়ে শুক্রবার সকালে নিজেই থানায় গিয়ে ঘটনার বর্ণনা করে পুলিশের কাছে ধরা দেয় স্ত্রী ঝুনু বেগম।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।