ইতি বর্মণ
নরসিংদীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্বপ্নডানা আয়োজনের রবিবার (১৯ ডিসেম্বর) রাতে পিনাকল স্কুল ও কলেজ প্রাঙ্গনে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে মোট চারটি টিম অংশ গ্রহণ নেয়।।তাদের মধ্যে পলাশ টিমে মনজিল এ মিল্লাত – হাসান মাহমুদ, গোলাপ টিমে হলধর দাস – প্রিন্স, রজনীগন্ধা টিমে লক্ষন বর্মন – মোস্তাক আহমেদ, হাসনাহেনা টিমে হারুন অর রশিদ – সুমন রায় অংশ গ্রহণ করেন।
ব্যাডমিন্টন টুর্নামেন্টে লক্ষন ও মোস্তাক এর রজনীগন্ধা টিম অপরাজিত চ্যাম্পিয়ান হয়েছে। এসময় টুর্ণামেন্টে বিজয়ীদের হাতে পুরুস্কার তোলে দেন অনুষ্ঠানের অতিথি নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক ও পিনাকল স্কুল ও কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম তুহিন।
ব্যাডমিন্টন টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে পলাশ টিমে মনজিল এ মিল্লাত – হাসান মাহমুদ। পরে অতিথিদেরকে নিয়ে অরবিট রেস্টুরেন্টে নৈশভোজের আয়োজন করা হয়।