জুবায়ের আহমেদ জনি
সুনামগঞ্জের বানভাসি মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ দলিল লেখক সমিতি (বাদলেস) ও নরসিংদী জেলা দলিল লেখক সমিতি আলহাজ্ব নূরআলম ভূঁইয়া। গত শুক্রবার (৩০ জুন) সমিতির নেতৃবৃন্দকে সাথে নিয়ে সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকার মানুষের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করেন।
এর আগে নূরআলম ভূঁইয়া’র ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ সামগ্রী নিয়ে নরসিংদী জেলা দলিল লেখক সমিতির কার্যালয় থেকে বোঝাই করে ট্রাকযোগে সুনামগঞ্জ এসে পৌছেন।
ত্রাণ বিতরণ কালে বাংলাদেশ দলিল লেখক সমিতি (বাদলেস) ও নরসিংদী জেলা দলিল লেখক সমিতির সভাপতি নুর আলম ভূঁইয়া জানান, সিলেট-সুনামগঞ্জ জেলার বন্যায় আশ্রয়হীন হয়ে পড়া মানুষগুলোর দুঃসময়ের সাথী হতে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। আমরা এক হাজার জন অসহায় মানুষের হাতে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি। ত্রাণ সামগ্রী মধ্যে ছিল শুকনো খাবার (মুড়ি চিড়া) পানি বিশুদ্ধ করণ টেবলেট, বাতাশা, লাইটার, মোমবাতি ইত্যাদি।