আজ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাবেক মেয়র কামরুজ্জামানের পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা

খাসখবর ডেস্ক

মহান বিজয় দিবস-২০২২ইং উপলক্ষে নরসিংদীবাসীকে বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি সাবেক মানবিক মেয়র মো. কামরুজ্জামান কামরুল।

বিজয় দিবসের এই দিনে শহীদ মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবিসহ যারা দেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে আমাদেরকে এনে দিয়েছিল একটি স্বাধীন দেশ সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা, সম্মান ও ভালবাসা জানিয়েছেন তিনি।

বিজয় দিবসেৱ এক শুভেচ্ছা বার্তায় সাবেক মেয়র কামরুজ্জান বলেন, ত্রিশ লক্ষ শহীদের রক্ত ও এক লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া বাঙালির বিজয়ের দিন ১৬ ডিসেম্বর। পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ‍্যদিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলার বীর সন্তানেরা ছিনিয়ে আনে বিজয়। এই বিজয়ে বিশ্বের মানচিত্রে নতুন একটি দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল বাংলাদেশ। বিজয়ের এই ৫১ বছর পূর্তিতে বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ। পিছয়ে পড়া বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেয়। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বেই তা সম্ভব হয়েছে।

শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন, স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর আহ্বানে সাড়া দিয়ে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, এক সাগর রক্তের বিনিময়ে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে পায় মুক্তির স্বাদ। ১৬ ডিসেম্বর বিজয়ের এ দিনে আমরা একাত্তরের সেই অকুতভয় বীর সৈনিকদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। যাদের আত্মত্যাগে আজকের এ বিজয়। আমরা পেয়েছি লালসবুজ পতাকা এবং পৃথিবীর বুকে একটি মানচিত্র।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ