আজ ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাংবাদিক নজরুল ইসলামের মৃত্যুতে নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের দোয়া ও মিলাদ

খাসখবর প্রতিবেদক

বিজয় টিভির নরসিংদী প্রতিনিধি প্রয়াত সাংবাদিক মরহুম নজরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের উদ্যোগে শুক্রবার (২১ জানুয়ারি) বাদ মাগরিব ক্লাবের ক্লাব কার্যালয় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের উপদেষ্টা এবং সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবিএম আজরাফ টিপু, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মশিউর রহমান সেলিম ও নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের সভাপতি কামরুল হাসান সোহেলসহ জেলায় কর্মরত সকল অসুস্থ সাংবাদিকদের আশু রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।

মরহুম সাংবাদিক নজরুল ইসলাম এর রুহের মাগফেরাত কামনা, অসুস্থদের আশু রোগ মুক্তি কামনা সাংবাদিকদের কল্যাণ এবং দেশ ও জাতির মুক্তির জন্য মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।

এর আগে মরহুম সাংবাদিক নজরুল ইসলাম স্মৃতিচারণ করেন উপস্থিত সাংবাদিকবৃন্দ।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা রিপোটার্স’র সভাপতি কামরুল হাসান সোহেল, সিনিয়র সহ সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন রাজু, সহ-সভাপতি টুটুল সিকদার, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, দপ্তর সম্পাদক মোঃ হুমায়ুন কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সফিউদ্দিন খন্দকার, মাধবদী প্রেসক্লাবের সদস্য ও বাবুরহাট বার্তা পত্রিকার বার্তা সম্পাদক মো: নজরুল ইসলাম, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ রাসেল মিয়া রাজীব আহমেদ ও মানাবেন্ড রায়সহ ক্লাবের অন‍্যান‍্য সদস‍্যবৃন্দ।

এসময় মরহুমের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মরহুমের শ্যালক সাংবাদিক আসাদুজ্জামান বাদল।

এছাড়াও দোয়া ও মিলাদ মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএসসি-৯২ ব‍্যাচের বন্ধুরা।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ