আজ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে পলাশে আলোচনা সভা

নাসিম আজাদ

সশস্ত্র বাহিনী পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দুর্যোগ মোকাবেলা, অবকাঠামো নির্মাণ, আর্ত মানবতার সেবা, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রবিবার (২১ নভেম্বর) দুপুরে নরসিংদীরপলাশ উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস)এর আয়োজনে পারুলিয়া বাগানবাড়ি চত্বরে মধ্যান্ন ভোজ ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা।

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) পলাশ উপজেলা শাখার সভাপতি এ কে এম সামসাদ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন , উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আরিফ মোল্লা, পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অসকস নরসিংদী জেলা শাখার সভাপতি মাছুমুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জামান মিয়া, অসকস পলাশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, জিনারদী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মোল্লা টিটু ও হাসান আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর ২০ জন সদস্যকে সম্মাননা পদক প্রদান করা হয়।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ