মাজহারুল ইসলাম রাসেল
“আমাদের স্বপ্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে সম্প্রীতি রক্ষা দিবস উপলক্ষে নরসিংদীতে এক মানববন্ধন পালিত হয়েছে। খেলাঘর নরসিংদী জেলা শাখা উদ্যোগে মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে নরসিংদী প্রেসক্লাবের সমনে সম্প্রীতি রক্ষা দিবসে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির সরকার, খেলাঘর নরসিংদী জেলা শাখার আহবায়ক মোঃ মাহমুদুল হাসান, নরসিংদী আইডিয়াল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঞ্জিল এ মিল্লাত, সাবেক সিনিয়র শিক্ষক ও নরসিংদী প্রেসক্লাবের সদস্য হলধর দাস, ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন বাংলাদেশ টেলিভিশনের সুরকার ও গীতিকার আবুল হাসান খোকন এবং জুবাইদা পিংকি।
এসময় বক্তারা বলেন, একটি কুচক্রী মহল বাংলাদেশের মানুষদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের করতে তৎপর রয়েছে। তারা দেশের বিভিন্ন ধর্মের লোকজনের বিবাদ সৃষ্টি করে ফায়দা লুটতে চাচ্ছে। আমাদের মনে রাখতে হবে বাংলাদেশে যারা বসবাস করি সবার পরিচয় আমরা বাংলাদেশী এখানে ধর্ম-বর্ণ-গোত্রের কোন ভেদাভেদ নেই। তাই আমাদেরকে সদা সজাগ দৃষ্টি রাখতে হবে কোন অপশক্তি যেন আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে।