আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শোক দিবসে দু:স্থদের মাঝে আশরাফুল সরকারে খাদ‍্যসামগ্রী বিতরণ

খাসখবর প্রতিবেদক

নরসিংদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫আগস্টের সকল শহীদের স্মরণে দোয়া ও ১হাজার দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে শহর যুবলীগের সাবেক সভাপতি আশরাফুল হোসেন সরকার। আজ সকাল সাড়ে ১১টার দিকে নরসিংদী শহরের শেরে বাংলা ক্লাব প্রাঙ্গণে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। শহর যুবলীগের সাবেক সভাপতি’র ব্যক্তিগত অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্যসমাগ্রীর মধ্যে ছিল, ৫কেজি চাল, ৩কেজি আটা, ১কেজি ডাল ও ১কেজি তেল।

এসময় উপস্থিত ছিলেন, জেলা তাঁতীলীগের আহবায়ক কায়কোবাদ হোসেন কানু, সদর উপজেলা তাঁতিলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন, নজরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ইসমাইল মাস্টার ও নজরপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান শফিউজ্জামান বাবলুসহ দলীয় নেতাকর্মীরা।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ