টুটুল সিকদার
নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীফুলিয়া বাসস্ট্যান্ডের পাশের একটি ঝোঁপ থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে একজনের নাম রুবেল মিয়া (২৬)। তবে অপর যুবকের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (৩ ফ্রেরুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, শ্রীফুলিয়া বাসস্ট্যান্ডের পাশে একটি ঝোঁপের মধ্যে বিছানার চাদর মোড়ানো দুটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা শিবপুর মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে। এ সময় দুই যুবেকের মধ্যে একজনকে রুবেল মিয়া বলে শনাক্ত করেন পরিবারের সদস্যরা। এদিকে পিবিআই, সিআইডিসহ পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মারা যাওয়া রুবেল মিয়া পলাশ উপজেলার খানেপুর এলাকার তোফাজ্জল মিয়ার ছেলে।
নরসিংদীর পুলিশ ব্যুরো অব ইনবেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, আশঙ্কা করা হচ্ছে দুই যুবককে শ্বাসরোধ করে অন্য কোথাও হত্যা করা হয়েছে। এরপর লাশ দুটি এখানে ফেলে রেখে গেছে হত্যাকারীরা।
তিনি আরো জানান, একটি লাশের গলায় ওড়না এবং অপর লাশের গলায় মাফলার পেচানো ছিল।