খাসখবর প্রতিবেদক
নরসিংদীর শিবপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে কমলা বেগম (৬২) নামে স্থানীয় এক ইউপি সদস্যের মৃত্যূ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে শিবপুর উপজেলার ইটাখোলা (মোনসেফেরচর) মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কমলা বেগম বাঘাব ইউনিয়ন পরিষদের ৪, ৫, ৬ নং ওয়ার্ডের (সংরক্ষিত) সদস্য। তিনি একই ইউনিয়নের কুন্দারপাড়া গ্রামের চাঁন মিয়ার স্ত্রী। তার মৃত্যূর বিষয়টি নিশ্চিত করেছে বাঘাব ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: হুমায়ুন কবির।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেলে শিবপুর উপজেলা আওয়ামীলীগের এক দলীয় সভায় যোগ দিতে নিজ বাড়ি কুন্দারপাড়া থেকে শিবপুর যাচ্ছিলেন ইউপি সদস্য কমলা বেগম। তিনি ইটাখোলা মোড়ে নেমে শিবপুর মুখী অন্য একটি গাড়ীতে উঠার জন্য পায়ে হেটে রাস্তা পার হচ্ছিলেন। এসময় নরসিংদী অভিমুখী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যূ হয়।
বাঘাব ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: হুমায়ুন কবির বলেন, দলীয় এক অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। পথিমধ্যে বাস চাপায় তিনি নিহত হন।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হায়দার তালুকদার ঘটনার সত্যত্য নিশ্চিত করে বলেন, ইউপি সদস্য কমলা বেগমকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বাসচালককে আটকসহ ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।