জুবায়ের আহমেদ
নরসিংদীর শিবপুরে বাসচাপায় মেহেদী হাসান (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বাসে আগুন দেওয়াসহ ভাঙ্চুর চালায়। সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার চৈতান্য এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান উপজেলার ছোটাবন গ্রামে জাকির হোসেন এর ছেলে। সে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের ছাত্র। ঘটনার পর ঘাতক রুপসী বাংলা বাসের চালক পালিয়ে যায়।
ইটাখোলা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে মৌলববাজারগামী রুপসী বাংলা নামে একটি বাস দ্রুতগতিতে চৈতন্য এলাকা অতিক্রম করার সময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া কলেজ ছাত্র মেহেদীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যূ হয়। ঘাতক বাসটিকে পুলিশ আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। এঘটনার পর পর উত্তেজিত এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বাসে আগুন দেওয়াসহ বিভিন্ন পরিবহনে ভাঙ্চুর চালায়। এসময় প্রায় দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। ফলে মহাসেড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। পরে ইটাখোলা হাইওয়ে পুলিশের অনুরোধক্রমে মহাসড়ক থেকে সরে যায় এলাকাবাসী। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
নরসিংদী ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেহেদী হাসান নামে এক শিক্ষার্থী মারা গিয়েছে। বাসের ড্রাইভার তাৎক্ষণিকই পালিয়ে যায়। বাসটিকে জব্দ করে হাইওয়ে থানা ফাঁড়িতে নিয়ে যাচ্ছি। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলতে পারবো।