খাসখবর প্রতিবেদক
নরসিংদীতে শিবপুরে নৌকা মার্কার সমর্থককে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্য প্রার্থীর কর্মীর বিরুদ্ধে। গত মঙ্গলবার ২০ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার পুটিয়া ইউনিয়নের ভরতেরকান্দি মসজিদ বাজার এলাকায় ৯ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী তালা প্রতীকের আল হাদী’র এক কর্মী ইমরান নামে নৌকা প্রতীকের সমর্থককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ইমরান’র বন্ধু রুমেল বাঁচাতে এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। এই ঘটনার নিন্দা জানিয়েছে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খন্দকার হাসান উল সানী এলিছ ।
জানা যায়, নৌকার সমার্থক ইমরান তার ৩/৪ জন বন্ধু নির্বাচনী কাজে অংশ হিসেবে দলীয় নেতাকর্মীরা কোথায় কে কি করছে তা গোপনে দেখার জন্য এবং জানার জন্য বের হয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। তারা ভরতেকান্দি মসজিদ বাজার এলাকায় এসে নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পের সামনে দাঁড়িয়ে ভিতরে নেতাকর্মীরা কি করছিলেন তা বুঝার চেষ্টা করছেন এমন সময় ৯ নং ওয়ার্ডের তালা প্রতীকের প্রার্থী আল হাদী’র এক কর্মী এসে হঠাৎ করে ইমরানের ওপর চড়াও হয় এবং মারধর করতে থাকে। তার বন্ধুরা তাকে বাঁচাতে এগিয়ে গেলে তালা পথিকের ওই কর্মী তাদেরকেও মারধর শুরু করে। এক পর্যায়ে আল হাদীর কর্মী একটি কাঠের টুকরা দিয়ে ইমরানের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। এদিকে ইমরানকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হয়ে তার বন্ধু রুমেলও আহত হয়। পরে আশপাশের লোকজন এসে ইমরানকে তালা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে নিয়ে যায় এবং তার কাছে থেকে মসজিদ বাজার এলাকায় আসার কারণ জানতে চায়। তালা প্রতীকের নির্বাচনী ক্যাম্প থেকে কোন মতে ছাড়া পেয়ে ইমরানকে তার বন্ধুরা হাসপাতলে নিয়ে যায়। এই সময় তার মাথার ক্ষতস্থলে ৭টি সেলাই দিতে হয়। পরে ইমরানের পরিবারের পক্ষ থেকে থানা পুলিশ করতে চাইলে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা নৌকা প্রতীকের জন্য ক্ষতি হতে পারে এই কথা বলে তাদেরকে থানা পুলিশ থেকে বিরত রাখে। এদিকে নৌকার সমর্থক ইমরানের মাথা ফাটার বিষয়টি লোকমুখে ছড়িয়ে পড়ে।
পরের দিন স্থানীয় কয়েকজন সংবাদকর্মী ভারতের কান্দি মসজিদ বাজার এলাকায় গেলে বিষয়টিকে ভিন্ন খাতে বর্ণনা করে তালা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে বসে থাকা কয়েকজন সমর্থক।
পরে স্থানীদের সাথে কথা বলে পুরো বিষয়টি অনুধাবন করে ওই সংবাদকর্মীরা সেই সাথে তাদের সামনে আরো নতুন নতুন কিছু তথ্য চলে আসে। আগামী ৫ জানুয়ারি ২০২২ তারিখে পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে পুটিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সুষ্ঠু শান্তিপূর্ণ ভোটগ্রহনে সন্দেহ প্রকাশ করছে স্থানীয় অনেকেই।
স্থানীয়রা জানায়, তালা প্রতীক নিয়ে ওই ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আল হাদী নরসিংদী শহরের কুখ্যাত সন্ত্রাসী অস্ত্র ব্যবসায়ী পুলিশের হাতে গুম হওয়া সেই লাল’র ঘনিষ্ঠ সহচর। জেলা শহরের চিহ্নিত অস্ত্র ব্যবসায়ীর বাহিনীর সদস্য হওয়ায় নির্বাচনে সে কিছুটা প্রভাব বিস্তার করবে বলে মনে করছে এলাকার সাধারণ ভোটাররা। সে জন্য সুষ্ঠু নির্বাচনের বিষয়ে সন্দিহান এলাকার ওই ভোটারগণ।
নাম প্রকাশ না করা শর্তে ওই ওয়ার্ড’র একজন ভোটার এই প্রতিবেদককে জানান, তালা প্রতীকের প্রার্থী আল হাদী লাল বাহিনীর সক্রিয় একজন সদস্য। সে এলাকায় লাল বাহিনীর একটি অবয়ারণ্য গড়ে তুলেছে। নিজেদের জানমালের ক্ষতি হবে এমন ভয়ে এলাকার সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে মুখ খুলে না। এলাকাবাসির এই ভয়টাকে কাজে লাগাচ্ছে তারা।
ওই ব্যক্তি বলেন; আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন তালা প্রতীকের প্রার্থী আল হাদী’র হাত ধরে আমাদের এই এলাকাকে লাল বাহিনীর নিরব বিচরণ। পুলিশের করা সন্ত্রাসী তালিকায় নাম ধাকা নরসিংদী শহরের শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ, অস্ত্র ব্যবসায়ী লাল।
একই শর্তে অপর এক ব্যক্তি বলেন, নির্বাচন মানে একটি বাড়তি আনন্দ উৎসব। যা পুরো এলাকা জুড়ে প্রায় মাসখানেক বিরাজ করে। এবারের নির্বাচন আমাদের এলাকার লোকজনের মাঝে সাজ রব থাকলেও ভিতরে ভিতরে সবার মধ্যেই একটি ভয় কাজ করছে। পুঠিয়ায় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দুটি কেন্দ্রে অবাধ শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কিনা। লাল বাহিনীর সদস্যরা তাদের সহকারীকে জয়ী করতে পেশী শক্তি ব্যাবহার করে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে কিনা। শান্ত পরিবেশকে অশান্ত করে তুলবে কিনা।
এলাকাবাসী এ অবস্থা থেকে উত্তরণের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন। সেইসাথে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে সাধারণ মানুষদেরকে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার জেলা পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের দৃষ্টি কামনা করেন।
ইমরানকে মারধর করে মাথা ফাটানোর বিষয়ে সদস্য প্রার্থী আল হাদী’র কাছে জানতে চাইলে তিনি বিষয়ে কিছু জানেন না বলে উপস্থিত সংবাদকর্মীদের জানান। তিনি এবিষয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির সাথে কথা বলতে বলেন।
পরে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির সাথে কথা বলার জন্য চেষ্টা করা হলেও তাকে এলাকায় পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।