আজ ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিবপুরে ঐতিহ্যবাহী রশিটান খেলা

খাসখবর প্রতিবেদক

নরসিংদীর শিবপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রশিটান (কাছিটান) খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) বিকালে উপজেলার মাছিমপুর ইউনিয়নের চৌঘরিয়া দক্ষিণ পাড়া যুবসমাজের উদ্যোগে চৌঘরিয়া গ্রামে এই খেলা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  ঐতিহ্যবাহী এ খেলা উপভোগ করেন  উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাছিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরহাদ আলম ভূইয়া।

চৌঘরিয়া গ্রামের সমাজসেবক লুৎফর কবির ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফ সারোয়ার ভূঁইয়া জুয়েল।

বর্তমান সমাজ ব‍্যবস্থায় হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ও লোক সংস্কৃতির ঐতিহ্যবাহী এই খেলায় বিবাহিত ও অবিবাহিত এ দুটি দল অংশ নেয়। খেলায় বিবাহিত দল অবিবাহিত দলকে পরাজিত করে বিজয়ী হন।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়ারদের হাতে পুরস্কার হিসেবে ২০ ইঞ্চি এলইডি টিভি তুলে দেন উপস্থিত অতিথিরা।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ