আজ ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শাবিপ্রবি’র নরসিংদী সমিতির সভাপতি লোকমান, সম্পাদক জিষ্ণু

খাসখবর প্রতিবেদক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ‍্যায়নরত নরসিংদীর শিক্ষার্থীদের সংগঠন নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন নতুন সভাপতি লোকমান হোসাইন।

৩১ সদস‍্য বিশিষ্ট কমিটিতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী লোকমান হোসাইনকে সভাপতি এবং বাংলা বিভাগের শিক্ষার্থী জিষ্ণু চক্রবর্তীকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাধবী আক্তার, সহ-সভাপতি-ফারদিন কবির, তরিকুল ইসলাম লিয়ন, মেরাজুল ইসলাম শাওন, মাহপারা হোসাইন অভিরুপা, যুগ্ম সাধারণ সম্পাদক তাসনুভা তান্নি, সাংগঠনিক সম্পাদক শুভ চন্দ্র সরকার, মো. শাহপরাণ, নিলয় ভৌমিক, রুহুল আমিন নিলয়, নাইমুল ইসলাম সাগর, নাঈমা আক্তার, মো. মোস্তাকিম মিয়া, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, তমাল আব্বাসী, সাইমা জামান, আফরোজ জাকিয়া আলভি, সোহেল, দপ্তর সম্পাদক নাবিল হাসান, উপ-দপ্তর সম্পাদক শাকিল, প্রচার সম্পাদক নাদিরা, উপ-প্রচার সম্পাদক নাইমা আক্তার বুশরা, সাংস্কৃতিক সম্পাদক ইসরাত জাহান ইপতি, উপ-সাংস্কৃতিক সম্পাদক কায়কোবাদ, ক্রীড়া সম্পাদক শাখাওয়াত মিয়া,উপ-ক্রীড়া সম্পাদক নাদিম।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে আকাশ আহমেদ (নৃবিজ্ঞান), রেহনুমা নাহরিন মীম (সমাজকর্ম),জাকিয়া সুলতানা (সমাজকর্ম), মুক্তামনি (নৃবিজ্ঞান) ও রুবাইয়া তাসনিম (বিএমবি) মনোনীত করা হয়েছেন।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ