খন্দকার শাহ নেওয়াজ
আজ ৯ ডিসেম্বর নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৪১তম জন্মবার্ষিকী ও ৮৯তম প্রয়াণ দিবস। ১৮৮০ সালের এই দিনে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দরে এক নিভৃত পল্লীতে জন্মগ্রহণ করেন এক মহীয়সী নারী বেগম রোকেয়া। তিনি ১৯৩২ সালের ৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর এদিন সারাদেশে সরকারিভাবে রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়। এরই ধারাবাহিকতায় নরসিংদীর রায়পুরায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল, বর্ণাঢ্য র্যালী, বেগম রোকেয়ার জীবন দর্শণ নিয়ে আলোচনা সভা ও উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী পাঁচজন নারী (জয়িতা) কে সম্মাননা প্রদান।
বেগম রোকেয়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষে এসে শেষ হয়।
পরে সেখানে বেগম রোকেয়ার জীবন দর্শণ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক।
কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক লাভলী সাহার পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নুর নবী প্রমূখ।
আলোচনা সভা শেষে রায়পুরা উপজেলায় বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে জীবনযুদ্ধে জয়ী পাঁচজন সফল নারীকে জয়িতা নির্বাচনপূর্বক সম্মাননা প্রদান করা হয়।
এ বছরের সংবর্ধিত জয়িতারা হলেন: অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শাহানা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী আরেফা ফেরদৌস, সফল জননী নারী আয়েশা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করেছেন যে নারী লাইলী আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী লুৎফুন্নাহার বেগম।