আজ ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রায়পুরায় করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা ও সচেতনতামুলক বিশেষ সভা

খাসখবর প্রতিবেদক

রায়পুরা উপেজলার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা ও সচেতনতামুলক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পার্কে স্বাস্থ্য বিধিমেনে শারীরিক দুরত্ব বজায় রেখে উপজেলার মরজালস্থ ওয়ান্ডার পার্কে এ সভা অনুষ্ঠিত হয়।

নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেকমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনাইদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম- পিপিএম, সিভিল সার্জন ডা: মো: নূরুল ইসলাম, উপ-পরিচালক (স্থানীয় সরকার) ভূঁইয়া মোহাম্মদ রেজাউর রহমান সিদ্দিক, রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজগর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সাঈদ মোহাম্মদ ফারুক প্রমুখ।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ