নিজস্ব প্রতিবেদক
মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরীতে গুণীজন সম্মাননা পদক প্রদান করা হয়েছে। একতারা ২০০০ এর উদ্যোগে নরসিংদীর রায়পুরার ঐহিত্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ মিলনায়তনে উপজেলার ৬ জন ব্যক্তিকে এ সম্মাননা প্রদান করা হয়।
জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও একতারা মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরীতে উপজেলার ৬ জন গুণী ব্যক্তিকে সম্মাননা পদক প্রদান করা হয়েছে। মহান স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদান রাখায় যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, শিক্ষায় বিশেষ অবদান রাখায় ড.শফিউল আজম কাঞ্চন,সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় বশির আহমেদ মোল্লা, বিশেষ অবদান রাখায় সমাজ সেবায় সাংবাদিক দিদার হোসেন পিন্টু, সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় জাকির হোসেন, সাহিত্য গীতিকার ও উপস্থাপনায় বিশেষ অবদান রাখায় ইকবাল খন্দকার, এবার একতারা তারকা কথা হিসেবে পুরস্কার পেলেন সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় নাদিম মাহমুদ নয়ন, সংগীতে চৈতি মামুন ও আসিফ বিল্লাহ।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জিয়াউল হক সেলিম’র সভাপতিত্বে
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ওই কলেজ’র অধ্যক্ষ ড. শফিউল আজম কাঞ্চন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন্স সাইফুল ইসলাম সোহেল, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী ও গবেষক কে এম সবুজ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন একতারা ২০০০ এর সিইও নাসিমুল ইসলাম নাসিম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, একতারা শিল্পী সংঘের সহ-সভাপতি অভিনেতা মাসুম খান, ডেন্টিস আলতাফ হোসেন, জোনাকি টেলিভিশন’র ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা খান, একতারা ২০০০’র পরিচালক আমিনুল ইসলাম আমিনসহ ওই কলেজ’র শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ’র পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন লায়ন্স সাইফুল ইসলাম সোহেল ও রূপা আহমেদ।
দীর্ঘ চার বছরে ধরে রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও জলবায়ু বিপর্যয় রোধে সেমিনারের আয়োজন করে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করায় একতারা ফাউন্ডেশন’র মহাসচিব নাসিমুল ইসলাম নাসিমকে পরিবেশ বন্ধু সম্মাননা পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষে সংগীত শিল্পী কাজল গোস্বামীর পরিচালনায় এক মনমুগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।