খাসখবর প্রতিবেদক
রায়পুরায় ডাকাতির মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করতে গিয়ে দায়ের কোপের আঘাতে গুরুতর আহত হয়েছেন উপপরিদর্শকের নাম মো: আরিফ রাব্বানী (৩৫) ও পুলিশ সদস্যের নাম মো: আল আমিন (৪০)। তারা দুই জনই রায়পুরা থানায় কর্মরত আছেন। মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার জাহাঙ্গীর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুরা থানার উপপরিদর্শক মো: আরিফ রাব্বানী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ডাকাতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী স্বপন মিয়া অলিপুরার জাহাঙ্গীরনগর এলাকায় অবস্থান করছে। এরপরই তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার বিকেল ৪টার দিকে স্বপন মিয়াকে গ্রেফতারের জন্য ওই গ্রামে যায়। এসময় ওয়ারেন্টভূক্ত আসামী স্বপন মিয়া তার নিজের ঘরেই অবস্থান করছিলেন। ঘরে ঢুকে স্বপনকে গ্রেফতার করতে গেলে তাঁর পরিবারের লোকজনের সাথে আরিফ রাব্বানীর ধস্তাধস্তি হয়। এর এক পর্যায়ে স্বপন ঘরে থাকা দা দিয়ে উপপরিদর্শক আরিফ রাব্বানীর মাথায় কোপ দিয়ে পালিয়ে যায়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আহত হন পুলিশ সদস্য মো: আল আমিন।
পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় সঙ্গীয় পুলিশ সদস্যরা আহত অবস্থার তাদের দুজনকে উদ্ধার করে দ্রুত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক আরিফ রাব্বানীর অবস্থা বেগতিক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। আহত মো: আল আমিন রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
রায়পুরা থানা সূত্রে জানা গেছে, স্বপন মিয়ার নামে রায়পুরা থানায় ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর নিজ বাড়িতে অবস্থানের খবর পেয়ে উপপরিদর্শক আরিফ রাব্বানী ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করতে গিয়েছিলেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, উপপরিদর্শক আরিফ রাব্বানীর মাথায় ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে। আসামী স্বপন মিয়াকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।