খন্দকার শাহ নেওয়াজ
তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন ২০২১ সামনে রেখে নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তরবাখরনগর, মহেশপুর, মির্জাপুর, রাধানগর, মরজাল ও রায়পুরা ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসার।
মতবিনিময় সভায় ৬ টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীগণ, সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যপ্রার্থীগণ অংশগ্রহন করেন। এসময় প্রার্থীগণ তাদের ঝুঁকিপূর্ণ কেন্দ্র সমূহ সহ বিভিন্ন সমস্যা তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: আজগর হোসেনের সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে জুম কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আবু নঈম মোহাম্মদ মারুফ খান।
বিশেষ অতিথি হিসবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুম মিয়া, নরসিংদী পুলিশ সুপার কাজী আশারাফুল আজীম-পিপিএম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো: মেজবাহ উদ্দিন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, উপজেলা নির্বাচন অফিসার মো: সুমন মিয়া, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: সাজ্জাত হোসেন, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো: আজিজুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার প্রমূখ।
বক্তারা বলেন নির্বাচনীয় আচরণবিধি লঙ্ঘনকারী ও সহিংসতা সৃষ্টিকারী কাউকে কোন ধরনের ছাড় দেওয়া হবে না। আমরা চাইনা নির্বাচনের আগে কেউ জেলে যাক।
উল্লেখ, রায়পুরা উপজেলার ২৪ টি ইউনিয়নের মধ্যে ২য় ধাপে ১০ টিতে ১১ নভেম্বর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ৩য় ধাপে ২৮ নভেম্বর আরো ১২ টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।