আজ ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

রায়পুরার চরাঞ্চলে টেটাযুদ্ধে ২ জন নিহত; আহত ১০

রায়পুরা প্রতিনিধি

নরসিংদীর রায়পুরার প্রত্যন্ত চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের টেঁটাযুদ্ধে আমিন (২৩) ও বাশার (৩৫) নামে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দশজন। 

শুক্রবার (২১ মার্চ) ভোরে উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামের সালাম ও সামসু গ্রুপের মধ্যে  এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ দিকে সংঘর্ষ ও  দুজন নিহতের ঘটনায় গ্রাম জুড়ে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।  
নিহতরা আমিন- মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে এবং বাশার একই গ্রামের বারেক হাজীর ছেলে। তারা দুজনই স্থানীয় আওয়ামী লীগ সভাপতি সালাম মিয়ার সমর্থক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারে চাঁনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সামসু মিয়ার অনুসারীদের সাথে আব্দুস সালামের অনুসারীদের বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে দুপক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

শুক্রবার ভোরে উভয়পক্ষের লোকজন টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত  হয়। 
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের জেলার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চিকিৎসার জন্য পাঠায়।

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, চাঁদপুর এলাকার সালাম ও সামসু মেম্বার লোকজনের মধ্যে টেঁটাযুদ্ধে দুজন মারা যাওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান বলেন রায়পুরার চরাঞ্চলে সংঘর্ষের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে  রয়েছে। এলাকায় পুলিশ মোতায়ন আছে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ