রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় গাঁজা সেবন ও রাখার দায়ে ৩ মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সেবনকারীদের ২ শত টাকা অর্থ দন্ড এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।
দন্ড প্রাপ্তরা হলেন, একই উপজেলার জহির উদ্দিনের ছেলে জিতেন (৪২), মোহাম্মদ আবুল কাশেমের ছেলে শাহাদাত(৩৮),আমজাত আলীর ছেলে মোঃ শওকত আলী (৪৯)।
মঙ্গলবার বেলা ৫ ঘটিকায় উপজেলার হাঁটুভাঙ্গা হুমায়ুন সাধুর আখড়া থেকে তাদেরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো শফিকুল ইসলাম। সাথে ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক আবুল কাশেম প্রমূখ।
মো শফিকুল ইসলাম বলেন, উপজেলার হাঁটুভাঙ্গা হুমায়ুন সাধুর আখড়া থেকে গাঁজা রাখা ও সেবনরত অবস্থায় আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২ এর ১ দ্বারায় ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে তাৎক্ষনিক ২শত টাকা অর্থ দন্ড এবং ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।