আজ ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যুবদল নেতা মুকাররম ভূঁইয়ার বিজয়ের শুভেচ্ছা

খাসখবর ডেস্ক

ডিসেম্বর বাঙালি জাতির গৌরব ও অহংকারের মাস। এ মাসের ১৬ তারিখ বাঙালি জাতি পায় এক গৌরব উজ্জ্বল বিজয়। যা বাঙালি জাতি তথা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদী জেলা যুবদলসহ জাতীয়তাবাদী শক্তির সমর্থক ও জেলাবাসীকে বিজয়ের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নরসিংদী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মুকাররম হোসেন ভূঁইয়া।

বিজয় দিবসের এই ক্ষণে তিনি গভীর শ্রদ্ধারম সাথে স্মরণ করেন স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানসহ ৭১’র মুক্তিযুদ্ধের সকল শহীদদের। সেই সাথে তিনি সম্মান ও ভালবাসা জানিয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের।

বিজয় দিবসেৱ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বাঙালির বিজয়ের দিন ১৬ ডিসেম্বর। পাকিস্তানি শোসকের অবসান ঘটিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন একটি দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল বাংলাদেশ। বিজয়ের এই ৫১ বছর পূর্তিতে যখন বাঙালি জাতি বিজয়ের উৎসবে ব্যস্ত তখন বর্তমান সরকারের রোশনালে পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহসভাপতি মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও নরসিংদী জেলা যুবদলে নেতাসহ দেশের বিভিন্ন অঞ্চলের যুবদলেরু অনেক জাতীয় নেতা কারাগারের অন্ধকার কুঠিরে বন্দি অবস্থায় দিন যাপন করছে। বিজয় দিবসের এই সময়ে আমি জাতীয়তাবাদী দলের সকল রাজবন্দীদের মুক্তি দাবি করছি।

শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন, আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) কে যাঁর ঘোষণায় সাড়া দিয়ে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, এক সাগর রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মুক্তির স্বাদ অর্জন করে বিজয়। ১৬ ডিসেম্বর মহান বিজয়ের এ দিনে আমরা ৭১’র সেই অকুতভয় বীর সৈনিকদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। যাদের আত্মত্যাগে আমাদের আজকের এ বিজয়, পেয়েছি লালসবুজের পতাকা এবং মানচিত্র।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ